
নওগাঁর পোরশা উপজেলার শিতলী গ্রাম থেকে এক ট্রাক সরকারি গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রোববার দিনগত রাত ১২ টার দিকে গমগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
পোরশা উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিতলী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রামের একটি সড়কে দাঁড়িয়ে থাকা ১৮০ বস্তা গমবোঝাই ট্রাক জব্দ করা হয়। এরপর গমগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এসময় ট্রাকের ড্রাইভার বা সংশ্লিষ্ট অন্য কাউকে পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় খাদ্য কর্মকর্তা বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান ইউএনও।
বাংলাদেশ সময়: ১০:১৪:২৯ ১৫৬ বার পঠিত