ঢাকায় করোনা কেড়ে নিল আরেক পুলিশের প্রাণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় করোনা কেড়ে নিল আরেক পুলিশের প্রাণ
সোমবার, ৮ জুন ২০২০



---

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরেক সদস্য মারা গেছেন। তারা নাম মো. আলমগীর হোসেন।

রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা।

এ নিয়ে করোনায় বাংলাদেশ পুলিশে কর্মরত ১৯ সদস্যেরমৃত্যু হলো।

আলমগীর হোসেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের হাজারীবাগ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি ফ‌রিদপুরের নগরকান্দা উপজেলার মাজার‌দিয়া গ্রামে। বাবার নাম মৃত জ‌হিরুল হক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডিএমপির যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমান যুগান্তরকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) চিকিৎসাধীন ছিলেন কনস্টেবল আলমগীর হোসেন। রোববার রাত ১২টা ৫০ মিনিটে সে মারা যায়।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রতিদিনই পুলিশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২০৬ জন। এর মধ্যে ডিএমপির এক হাজার ৮২৮ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৪৯   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ