
ঢাকা, ৮ জুন, ২০২০নিউজটুনারায়ণগঞ্জ : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ খাদ্যের গুণগতমান, নিরাপত্তা ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য জনস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ-এ কথা উল্লেখ করে তিনি বলেন,‘উৎপাদন থেকে শুরু করে সরবরাহ, বাজারজাতকরণ ও ভোক্তা পর্যন্ত প্রত্যেক স্তরে খাদ্যের গুণগতমান, নিরাপত্তা ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে হবে। জনগণের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বিএবি খাদ্যখাতে সংশ্লিষ্ট অংশীজনকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’
রাষ্ট্রপতি বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) উদ্যোগে ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২০’ উদযাপিত হতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন,বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড জাতীয় মান অবকাঠামো ও সাযুজ্য নিরুপণ পদ্ধতি প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদানের পাশাপাশি দেশীয় পণ্য ও সেবার মনোন্নয়ন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আন্তর্জাতিক মান ও গাইডলাইন অনুযায়ি কাজ করে যাচ্ছে।
তিনি বলেন,খাদ্য নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে এ বছর বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অ্যাক্রেডিটেশন ইমপ্রুভিং ফুড সেফটি’। বিশ্বব্যাপী মহামারী ‘কোভিড -১৯’র বর্তমান প্রেক্ষাপটে দিবসটির এবছরের প্িরতপাদ্য যথার্থ বলে রাষ্ট্রপতি মনে করেন।
আবদুল হামিদ ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২০’ উদযাপনের সাফল্য কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৩ ১০১ বার পঠিত