রাজশাহীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শনিবার, ৭ অক্টোবর ২০১৭



---রাজশাহীর বাঘা উপজেলায় জেবা খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

জেবা খাতুন বাঘা পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শামীম হোসেনের স্ত্রী। শামীমের বাবা আবদুল কুদ্দুস সরকার বাঘা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর।

শামীম দাবি করছেন, পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, শামীমের বাবা-মা চিকিৎসার জন্য ভারতে গেছেন। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন শামীম। সন্ধ্যায় তার শোয়ার ঘরের বিছানা থেকে জেবার লাশ উদ্ধার করা হয়।

শামীম হোসেনের বরাত দিয়ে ওসি জানান, দুপুরে এই দম্পতির ঝগড়া হয়। এরপর ছেলেকে নিয়ে বাইরে চলে যান শামীম। বিকেলে বাড়ি ফিরে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। এ সময় অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় তিনি দরজা ভাঙেন। এরপর ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে শামীমই তার স্ত্রীর লাশ নামান। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি আলী মাহমুদ বলেন, খাটের ওপর শোয়ানো অবস্থায় জেবার লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে গলার দুই দিকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১:১৬:০২   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ