
নিউজটুনারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এবং উপসচিব (আইন প্রণয়ন) মো. তারিক মাহমুদ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব ও গণসংযোগের সহকারী পরিচালক মো. নুরুল আবছার নিউজটুনারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।
মো. তারিক মাহমুদ তথ্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪৩ ১৫৪ বার পঠিত