
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে দীন ইসলাম (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দিনগত রাতে নিজ ঘরের পাশে রাতা (বৈদরাজ) গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই গ্রামের অদুদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার তমিজউদ্দিন যুগান্তরকে জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন দীন ইসলাম। পরে সে রাতের কোনো একসময় ঘরের পাশে রাতা গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভোরে ঘুম থেকে উঠে ছেলেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মা।
বাংলাদেশ সময়: ১২:৫০:০৬ ১৩০ বার পঠিত