পিরোজপুরে আরও ২১ জন করোনায় আক্রান্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে আরও ২১ জন করোনায় আক্রান্ত
মঙ্গলবার, ১৬ জুন ২০২০



---

পিরোজপুরে একই দিনে পুলিশ ও সাংবাদিকসহ ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।

জেলা হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার মো. হাসানাত ইউসুফ জাকী মঙ্গলবার ওই তথ্যের নিশ্চিত করে জানান, করোনাভাইরাস আক্রান্ত হিসাবে জেলায় সর্বোচ্চ ২১ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে জেলার মঠবাড়িয়ায় আটজন, ভাণ্ডারিয়ায় নয়জন, সদর উপজেলায় তিনজন ও নেছারাবাদে একজন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী হাসান জানান, উপজেলায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা আটজন। এদের মধ্যে থানা পাড়া এলাকার একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ও দুই কন্যা নিয়ে চারজন করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন।

এছাড়া উপজেলার সদরের চার নম্বর ওয়ার্ডের একজন (৪৪), গুলিশাখালী ইউনিয়নের হোতাখালী গ্রামে একজন (৩৮), উপজেলার পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে একজন (৩৪) ও পার্শ্ববর্তী বরগুনা জেলার বামনা উপজেলার খোলপটুয়া গ্রামের একজন(৩৪) নিয়ে চার পুরুষ করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩জন। তবে এদের মধ্যে ১৮ জন সুস্থ হিসাবে উপস্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরছেন।

এছাড়া জেলার ভাণ্ডরিয়ায় উপজেলায় থানা পুলিশের এক এএসআইসহ চার পুলিশ সদস্য, বরিশাল থেকে প্রকাশিত একটি পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি হিসাবে কর্মরত এক সাংবাদিক (৪৪), ভান্ডারিয়া পৌর শহরের এক ব্যবসায়ী দম্পত্তি ও এক ইমামসহ নয়জন করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলা প্রশাসক আবু আলী মোহম্মাদ সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের বাড়িসহ এলাকা লকডাউন করা হয়েছে। এ সময় তিনি করোনা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে জানান, করোনার ব্যাপারে জনগণকে সচেতন করতে আমাদের উপজেলাসহ মাঠপর্যায়ে কার্যক্রম খুব জোর গতিতে চললেও সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হচ্ছে না। আর এ কারণে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫১   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ