
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা মো. সমর আলী (৫৫) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পুর (২৬) মৃত্যু হয়েছে।
উপজেলার জালশুকা কুমুদগঞ্জ (শ্যামগঞ্জ বাজার সংলগ্নে) এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সমর আলী ভোরে ফিসারিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর ছাড়তে গেলে অসাবধানতার কারণে ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে ছেলে এগিয়ে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাবা-ছেলের মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৫:৪১:৪৩ ১৭৩ বার পঠিত