যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনকে ছয় মাসের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনকে ছয় মাসের কারাদণ্ড
শুক্রবার, ১৯ জুন ২০২০



---

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোজাহিদ ও সালাম নামের দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সকালে ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম হোসাইন অভিযান চালিয়ে এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মোজাহিদ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের শুকুর মোল্লার ছেলে এবং আব্দুস ভূঞাপুর উপজেলার পুনর্বাসন গ্রামের সেকান্দার আলীর ছেলে।

জানা যায়, উপজেলার যমুনা নদী থেকে একটি অসাধু মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম হোসাইন সেখানে অভিযান চালান।

এ সময় ড্রেজার চালক মোজাহিদ ও কার্গো ট্রলার চালক সালামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম হোসাইন বলেন, বঙ্গবন্ধু সেতু সংলগ্ন উত্তর পাশে যমুনা নদীতে লোড ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় লোড ড্রেজার চালক এবং কার্গো ট্রলার চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫১:১৭   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ