
নারায়ণগঞ্জে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৫৪ জন। সব মিলিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯৭৯ জন।
গেল ২৪ ঘণ্টায় নতুন কোনও মৃত্যু নেই। জেলায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১১০ জন। সকালে জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় গোটা জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে মাত্র ২৪৯ জনের। এ পর্যন্ত ২৩৯১০ জনের নমুনা নেয়া হয়েছে।
জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, গেল ২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় নতুন কোনও নাম যোগ হয়নি। তবে এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৪৭১ জন।
বাংলাদেশ সময়: ১৫:৫১:১১ ১২০ বার পঠিত