নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার মাদকদ্রব্য সহ আটক ৩ জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার মাদকদ্রব্য সহ আটক ৩ জন
রবিবার, ২৮ জুন ২০২০



---

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে , অফিসার ইনচার্জ (ডিবি পশ্চিম) এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খোকন চন্দ্র সরকার সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ রূপগঞ্জ থানাধীন কেন্দুয়া দাস সাকিনস্থ কাঞ্চন টোল প্লাজা সংলগ্ন গাউছিয়া টু ঢাকা সড়কের উত্তর পার্শ্বে তিন কন্যা রেস্তোরার সামনে খালি যায়গার উপর ০১টি টাটা প্রাইম মুভার(লরী) গাড়ীর ভিতর হতে আসামী

১। মোঃ শাহিদুল ইসলাম শাহিদ(৫০), পিতা- মৃত মজিবর রহমান, সাং- রাজারবাগ(আমলাবো), থানা- বেলাব, জেলা- নরসিংদী,

২। মোঃ আমির হোসেন শাহিন (৩০) (ড্রাইভার শাহিন), পিতা- মোঃ নুর আলম, সাং- হাসান গনিপুর(৩নং পূর্ব চন্দ্রপুর ইউপি), থানা- দাগনভূইয়া, জেলা- ফেনী ও

৩। মোঃ সুমন আহম্মেদ (৩২), পিতা- মৃত আবুল হাসেম, সাং- দক্ষিণ করিমপুর(৬নং দাগনভূইয়া ইউপি), থানা- দাগনভূইয়া, জেলা- ফেনীদেরকে গ্রেফতার করে। সাক্ষীদের মোকাবেলায় ধৃত

১। নং আসামী মোঃ শাহিদুল ইসলাম শাহিদের পরিহিত লুঙ্গির কোঁচর হইতে বিশেষভাবে বাধা একটি ব্যাগের মধ্যে রক্ষিত ৫০টি নীল জিপারের মধ্যে মোট ১০,০০০(দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট,

২। মোঃ আমির হোসেন শাহিন(ড্রাইভার শাহিন) এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ১০টি নীল জিপারের মধ্যে মোট ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট,

৩। মোঃ সুমন আহম্মেদের পরিহিত প্যান্টের বাম পকেট হইতে ০২টি নীল জিপারের মধ্যে মোট ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট আসামীদের নিজ নিজ হাতে বাহির করিয়া দেয়া মতে এবং উক্ত আসামীদের দেখানো মতে উক্ত টাটা প্রাইম মুভার লরীর ড্রাইভিং সিটের নিচে বিশেষভাবে লুকাইত অবস্থায় ২০টি নীল জিপারের মধ্যে ৪,০০০(চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সর্ব মোট (১০,০০০+২,৫০০+৩০০+৪,০০০)= ১৬,৮০০(ষোল হাজার আটশত) পিস লালচে বর্ণের ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ১৬১২.৮ গ্রাম, মূল্য (১৬,৮০০ X ৩০০)= ৫০,৪০,০০০/-(পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার) টাকা তাহাদের নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ও উক্ত টাটা প্রাইম মুভার লরী গাড়ী যাহার রেজিঃ নং- চট্রঃ মেট্রোঃ ঢ- ৮১-২৭৮৭, ইঞ্জিঃ নং- B5.91803271M63652484 এবং চেসিস নং- MAT447223J2R00354 পাইয়া উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা উক্ত মাদক দ্রব্য গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ শাহিদুল ইসলাম @ শাহিদের স্ত্রী পলাতক আসামী ৪। মোসাঃ খালেদা বেগম(৪৫), স্বামী- মোঃ শাহিদুল ইসলাম @ শাহিদ, পিতা- মৃত উলা মিয়া, সাং- কানজরপাড়া, পোষ্ট- নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এর নিকট থেকে আনিয়াছে।

গ্রেফতারকৃত আসামীগণ ও পলাতক আসামী একে অপরের সহায়তায় টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট প্রাইম মুভার লরী গাড়ীর মাধ্যমে আনিয়া নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রয় করিয়া থাকে।

মাদক উদ্ধার অভিযান শেষে বাদী রূপগঞ্জ থানায় এজাহার দায়ের করিলে রূপগঞ্জ থানার মামলা নং-৪৫, তাং-২৭/০৬/২০২০ খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১০(গ)/ ৩৮/৪০ রুজু হয়। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার
মোহাম্মদ জায়েদুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করছি আমরা। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৫৮:১৬   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ