
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ওই মৃতসহ মোট ৩৬ জনের দেহে (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৪৪ জন।
জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ল্যাব থেকে ১৪৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৩৬ জনের দেহে করোনা (কোভিড ১৯) পজিটিভ শনাক্ত হয়েছে ।
এদিকে জেলায় আরও ১৮ জনসহ এ পর্যন্ত নতুন করে সুস্থ হয়েছেন ৪৬৪ জন।
বাংলাদেশ সময়: ১৬:০৫:২৮ ১০২ বার পঠিত