
গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে পিতা-পুত্র মারা গেছে। বৃহস্পিতবার সন্ধ্যার দিকে উপজেলার সাদেকখাঁর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার কাবিলপুর গ্রামের আবু বক্কর শেখের ছেলে শফিকুল ইসলাম শেখ (৩০) ও তার ছেলে রাকিব হোসেন শেখ (৮)।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার জানান, সন্ধ্যায় শফিকুল ইসলাম শেখ তার ছেলে রাকিবকে সাথে বাড়ীর নিকটবর্তী সাদেকখাঁর বাজারে যান। পরে সেখান থেকে রাত ৮টার দিকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বাড়ী ফেরার জন্য রওনা হন। এসময় পথে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও তার ছেলে রাকিব হোসেন মারা যায়।
বাংলাদেশ সময়: ১২:২১:৩২ ১০৪ বার পঠিত