জেলা প্রশাসকের প্রচেষ্টায় করোনাক্রান্ত ফমেক চিকিৎসককে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলা প্রশাসকের প্রচেষ্টায় করোনাক্রান্ত ফমেক চিকিৎসককে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ
সোমবার, ১৩ জুলাই ২০২০



---

ফরিদপুরে করোনাক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ চিকিৎসক শফিকুর রহমানকে (৫৭) এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেল ৪ টা ৫ মিনিটে ফরিদপুর নদী গবেষনা ইন্সটিটিউট হেলিপ্যাড থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।

ওই চিকিৎসক বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, শফিকুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান। তিনি গত ৬ জুলাই করোনা আক্রান্ত হন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায়। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারবে অবহিত করা হয় এবং এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়ার অনুরোধ জানানো হয়।

বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক অতুল সরকার প্রয়োজনীয় দপ্তরে কথা বলে বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন বলে জানান তিনি।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনাক্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমানের শারিরিক অবস্থার অবনতির খবর জানতে পেরে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। তিনি বলেন, করোনা আক্রান্ত কোন রুগী পরিবহনের অনুমতি অন্য কোন এয়ার এ্যাম্বুলেন্সের নেই। একমাত্র আর্মড ফোর্সেস বিভাগের এয়ার এ্যাম্বুলেন্সই ছিল ভরসা। উর্দ্ধতন কর্মকর্তাগন সকলেই এয়ার এ্যাম্বুলেন্স পেতে সহায়তা করেছেন। ডা. শফিককে কুয়েত মৈত্রী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত শফিকুর রহমানে বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। তিনি ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লায় বসবাস করেন।

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৪   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ