সাহাবউদ্দিন মেডিকেলের হাসনাত ও শাহরিজের রিমান্ডে চায় পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাহাবউদ্দিন মেডিকেলের হাসনাত ও শাহরিজের রিমান্ডে চায় পুলিশ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০



---

রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়মের ঘটনায় গ্রেফতার প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত ও স্টোরকিপার শাহরিজ কবিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তাদের মঙ্গলবার আদালতে তোলা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। তিনি বলেন, হাসনাত ও শাহরিজকে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। দায়ের হওয়া মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ মামলার প্রধান আসামি সাহাবউদ্দিন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে সোমবার রাতে র‌্যাব গ্রেফতার করলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, গ্রেফতারের পর কিছু প্রক্রিয়া আছে। সেগুলো শেষ হলে আজ বিকালের মধ্যে তাকে থানায় হস্তান্তর করা হবে।

ফয়সাল গুলশানের ওই হাসপাতালের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের ছেলে। বনানীতে সাহাবউদ্দিনের মালিকানাধীন ‘সুইট ড্রিম’ হোটেল থেকে সোমবার রাতে ফয়সালকে গ্রেফতার করা হয়।

করোনাভাইরাস মহামারীর মধ্যে রোববার ওই হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে। তখনই হাসনাত ও শাহরিজকে গ্রেফতার করা হয়।

পরে সোমবার রাতে ফয়সাল, হাসনাত ও শাহরিজকে আসামি করে গুলশান থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার ফজলুল বারী।

র‌্যাপিড কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা, পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দেয়া, সুস্থ রোগীকে ‘করোনাভাইরাস পজিটিভ’ দেখিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৬:১২:১৩   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ