
অতিবৃষ্টি সহ পানির প্রবলচাপে প্লাবিত হয়ে বিলিন হতে যাওয়ার কবল থেকে সোনাগায়ের উপজেলার নোয়াগাও ইউনিয়ন এর পরমেশ্বরদী স্ট্যান্ড হইতে লক্ষবরদী পর্যন্ত রাস্তাটি সরজমিনে পরির্দশন করে দ্রুত মেরামত করার উদ্যোগ গ্রহন করেন মাননীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা
তিনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ শুরু করান এবং পাশাপাশি লক্ষবরদী ব্রীজের পূননির্মান কাজের তদারকি করেন।
তিনি নোয়াগাও ইউনিয়ন এর ছোট বড় প্রায় ১০ টি নির্মান কাজ পরিদর্শন করেন। পাশাপাশি উপস্হিত সকলকে কেএন৯৫ মাক্স উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ দেওয়ান, উপজেলা প্রকৌশলী মোঃআরজুরুল হক, সহকারী প্রকোশলী মোঃ গিয়াসউদ্দিন ,মোঃসাকিব হাসান, মোঃরশিদ মেম্বার, মোঃমোস্তফা মেম্বার, মোঃবাহাউদ্দিন মেম্বার, মোঃ নেহাল উদ্দিন মেম্বার, আনোয়ার মেম্বার, মোঃশাহীন মিয়া , মোঃনুরুল ইসলাম মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়াও মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিভিন্ন স্ট্যান্ডে প্রায় ৩ হাজার কে,এন ৯৫ মাকস বিতরন করেছেন।
বাংলাদেশ সময়: ২৩:১০:০১ ১৩০ বার পঠিত