রূপগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
শনিবার, ৮ আগস্ট ২০২০



---

রূপগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো সিএনজি চালক গোলাকান্দাইলের চেয়ারম্যানবাড়ির নাসির উদ্দিন (২৭) ও আরোহী আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া এলাকার সাহিদ মিয়ার ছেলে ওয়াজিদ(১৭)।দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত সিএনজির অন্য দুই আরোহী আড়াইহাজার উপজেলার কালীবাড়ি আটখলা এলাকার সোহরাফ মিয়ার ছেলে নুর নবী ও বড়বিনারচর এলাকার নবীরউল্লার ছেলে নাসির উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর জানান,শুক্রবার রাত ১২টার দিকে যাত্রী নিয়ে সাওঘাট থেকে আড়াইহাজারের দুপ্তারার দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি (নরসিংদী-থ-১১-০৬৭৮)। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি ড্রামবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ড:১৪-৬৮২০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালক ও একজন আরোহী। আহত অন্য দুই আরোহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসআই পরিমল বলেন, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাক ও অটোরিকশা দু’টি জব্দ করা হয়েছে। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫০:০৭   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ