
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমাইয়া টেক্সটাইল মিলস নামে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার সুমাইয়া টেক্সটাইল মিলে হঠাৎ করে আগুন ধরে যায়। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এসময় কারখানায় কর্মরত শ্রমিকরা চারদিকে ছোটাছুটি করতে থাকে। এসময় এসহাক (৭০) নামে এক শ্রমিক আহত হন। তাকে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কারখানার ১৫টি মেশিন ও তুলা আগুনে পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে টেক্সটাইল মিলের মালিক আজাহার দাবি করেছেন।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১:৪৫:৩৩ ১৫৭ বার পঠিত