নিউজ২নারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর ৭৫তম জন্মবার্ষিকীতে ‘সুবর্ণরেখায় বাতিঘর’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
গোলাম সারওয়ার জন্মবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সম্মানিত সভাপতি এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ‘সুবর্ণরেখায় বাতিঘর’ বইয়ের সম্পাদক ও লেখকবৃন্দ, দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, সাহিত্যিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ২১:২২:০১ ৬৮১ বার পঠিত