সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া এলাকায় মা-ছেলে খুনের ঘটনায় অজ্ঞাত নামা ৪-৫জনকে আসামি করে মামলা হয়েছে। রবিবার রাতে নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার এমএ ওয়াহাব জানান, মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা না হয়নি। কয়েকদিন আগে রোকেয়ার বাসায় হামলা, মোবাইল ছিনিয়ে নেয়া ও তাকে মারধরের ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার সাথে জড়িত শিপলু, পাপলু ,শিপন ও মারুফের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ সব ঘটনা খতিয়ে দেখছে। ঘটনার পর থেকে বাসার কাজের মেয়ে তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে আটকের চেষ্টা চলছে।
গতকাল রবিবার বেলা ২টার দিকে নগরীর মিরাবাজার খাঁরপাড়ার মিতালী আবাসিক এলাকার একটি ভবনের নিচতলা থেকে রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলাম রূকনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় রোকেয়ার পাঁচ বছর বয়সী মেয়ে রাইসা বেগমকে জীবিত উদ্ধার করা হয়।
মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসার নিচতলায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন রোকেয়া।
বাংলাদেশ সময়: ১৪:৩৪:৩৬ ৪০৪ বার পঠিত