
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক নারী সহ ৫ জনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমাসহ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার একরামপুর সিএসডি গেইট এলাকার ডলির বাসার ভাড়াটিয়া আব্দুল হাই এর ছেলে মো. মোমেন (৩৪), আড়াইহাজার থানার ঝাউকান্দি এলাকার মো. শামসু মিয়ার ছেলে মো. শুকুর আলী (৩৮), সিদ্ধিরগঞ্জ থানার আদমজী কদমতলী এলাকার মেহের আলী মাস্টারের ছেলে মো. নাজিম উদ্দিন ওরফে নাদিম (৩২), ব্রাহ্মনবাড়ীয়া জেলার তেজখালী মধ্যপাড়া এলাকার মৃত নীল মিয়ার ছেলে মো. বাবুল হোসেন ওরফে বাবু (৩২)ও মোসা. মমতাজ (৬০) ।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সোনারগাঁ থানার আষাড়িয়ার চর ব্রীজের পাশে ঢাকা-চট্টগ্রামগামী লেনের ঢালে আল-মোস্তফা কোম্পানীর বাউন্ডারী করা খালী জায়গায় শলাপরামর্শ করার সময় আসামিদের গ্রেফপ্তার করেন ডিবি পুলিশ।
জাহেদ পারভেজ চৌধুরী ব্রিফিংয়ে বলেন, আমার একটি টিম সোনারগাঁ ও বন্দর থানার এলাকার শৃংঙ্খলা ডিউটি করাকালে মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, ১০/১১ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সস্ত্র ও হাত বোমা নিয়া সোনারগাঁ থানাধীন আষাড়িয়ার চর ব্রীজের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের ঢালে আল-মোস্তফা কোম্পানীর বাউন্ডারী করা খলী জায়গা অবস্থান করে এক বাসা-বাড়ীতে ডাকাতি করার শলাপরামর্শ করছে তারা। বিষয়টি আমাকে অবগত করা হলে। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেপ্তার করি। সে সময় তাদের নিকট থেকে ৩টি লোহার তৈরী কাঠের বাটযুক্ত ছোরা, ১টি লোহার তৈরী কাঠের ভাঙ্গা বাটযুক্ত ছোরা, ২টি লোহার তৈরী কাওয়াল, ১টি লোহার তৈরী প্লাষ্টিকের বাটযুক্ত কাটার, ১টি প্লাষ্টিকের বাজার করা ব্যাগে রক্ষিত লাল কসটেপ দ্বারা মোড়ানো গোলাকৃতির ৭টি হাতে তৈরী বোমা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, সে সময় আসামিদের নিকট বোমা তৈরীর সরঞ্জামাদী বিক্রি করার অপরাধে ও নিজ গৃহ তল্লাশী করে ২ কেজি বোমা তৈরীর পাউডার সহ মোসা. মমতাজ (৬০) কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী আইন/২০০২) এর ৪ দায়ের করা হয়ে। মামলা নং ২৯(৮)২০।
উক্ত আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৪৪ ১১২ বার পঠিত