রূপগঞ্জে আইনশৃংখলার চরম অবনতি হলেও হিসাব হয়না থানায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে আইনশৃংখলার চরম অবনতি হলেও হিসাব হয়না থানায়
শনিবার, ২২ আগস্ট ২০২০



---

বেশ কিছুদিন যাবত আইনশৃখলার চরম অবনতি দেখা দিয়েছে রূপগঞ্জের গোলাকান্দাইল ও ভূলতা এলাকায়। প্রায় প্রতিরাতেই ঢাকা সিলেট ও এশিয়ান হাইওয়ে সড়কে ছিনতাইসহ রোড ডাকাতির ঘটনা ঘটছে।

গত ১৬ আগস্ট সাওঘাট কাতরারচক এলাকায় এক অটো চালককে কুপিয়ে গুরুত্বর আহত করে অটো নিয়ে পালাতে চেষ্টা করে একদল ছিনতাইকারী। এসময় পুলিশের বাধার মুখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ অটো উদ্ধার করলেও ধরা পাড়েনি ছিনতাইকারীরা। একই রাতে ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাটের চুঙ্গিরপাড় এলাকায় তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে যায়।

ছিনতাইয়ের কবলে পড়া কেউ অভিযোগ বা মামলা দিতে রাজি হয়নি। বরং তারা সব হারিয়েও বাড়িতে ফিরে যায়। এর দুই দিন পরই গত ১৮আগস্ট মঙ্গলবার রাত ৯টার দিকে আর একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকায়।

একদল ছিনতাইকারী রিক্সা চালককে কুপিয়ে রিক্সা ছিনতাই করার চেস্টা করে। এসময় রিক্সা চালক বাঁধা দেয়ায় তাকে কুপিয়ে গুরুত্বর আহত করে ফেলে যায়। আহত রিক্সা চালকের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এভাবে ঘটে যাওয়া ঘটনার কোনটাই অভিযোগ বা মামলা হয়নি থানায়। মোট কথা ঘটনার কোনটারই হিসাব নেই থানা ফাঁড়িতে। রাতে এসকল রোডে চলাচলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় প্রায় প্রতিরাতেই এ ধরনের ঘটনা ঘটছে বলে স্বিকারও করেন ফাঁড়ির ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।

এ ঘটনায় ভূলতা ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, গোলাকান্দাইল এলাকায় একটি চক্র ছিনতাইসহ রোড ডাকাতির কাজে সক্রিয় হয়ে উঠেছে। তবে এই চক্রটিকে আমরা ধরার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২২:৪৬:২১   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ