রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় দুই হাজার বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে উপজেলার কলাবাগান পদ্মার চর থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার গোপন সংবাদে বিজিবির চারঘাট বিকল্প সীমান্ত ফাঁড়ির একদল সদস্য পদ্মার চরে অভিযান চালায়। এ সময় চোরাচালানিরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে প্রায় আট লাখ টাকা মূল্যের বিপুলসংখ্যক ফেনসিডিল জব্দ করা হয়। ফেনসিডিলগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে তা জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানিয়েছে বিজিবি।
বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৬ ৩৮৬ বার পঠিত