
সোনারগাঁয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোতালেব হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গত শনিবার(২৯ আগষ্ট) রাতে মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রামে মোতালেব হোসেন সহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা চালিয়ে আসছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তার বাসা থেকে ৮ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার সহযোগী মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হবে। গ্রেফতারকৃত মোতালেব হোসেন উপজেলার ছোটকাজিরগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
গ্রেফতারকৃত মোতালেব হোসেনকে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৭ ১৮২ বার পঠিত