
এ প্রজন্মের মডেল-অভিনেত্রী তামান্না সরকার। করোনাভাইরাসের কারণে অভিনয়শিল্পীদের মতো তিনিও কয়েক মাস ‘ঘরবন্দী’ ছিলেন। ছিলেন কাজ থেকেই বাইরে। অবশেষে স্বাস্থ্যবিধি মেনে আবার শুটিংয়ে ফিরেছেন তামান্না। এরই মধ্যে তিনি ‘নাটাই ঘুড়ী’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন।
রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন নির্মাতা এমদাদুল হক খান। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তামান্না। ধারাবাহিকটি নিয়ে বেশ আশাবাদী তিনি।
তামান্নার কথায়, ‘করোনাভাইরাসের কারণে বেশ কয়েক মাস ঘরবন্দি ছিলাম। স্বাস্থ্যবিধি মেনে আবার শুটিংয়ে ফিরেছি। ‘নাটাই ঘুড়ী’ নামে একটি ধারাবাহিকে কাজ করেছি। এটির গল্প অনেক সুন্দর। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই এটিএন বাংলার পর্দায় ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪১ ৮৪ বার পঠিত