
পাবনার সাঁথিয়ায় বিয়ের দাবিতে প্রেমিক বিশ্ববিদ্যালয়ছাত্র লালচাঁদ খাঁর বাড়িতে অনশন করছেন এক তরুণী। মঙ্গলবার দুপুর থেকে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানি চকপাড়া গ্রামে ওই ছাত্রের বাড়িতে অনশন করছেন ওই তরুণী।
লালচাঁদ (২৮) শামুকজানি গ্রামের রাহেদ খাঁর ছেলে। তিনি ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। অনশনরত ওই তরুণীর বাড়ি পার্শ্ববর্তী বেড়া উপজেলায়। লালচাঁদ সম্পর্কে মেয়েটির মামাতো ভাই বলে জানা গেছে।
সরেজমিন শামুকজানি গ্রামে গেলে ওই তরুণী জানান, লালচাঁদের সঙ্গে তার দীর্ঘ ছয় বছরের সম্পর্ক। চার বছর আগে তার বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দেয় এবং তার একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই লালচাঁদ তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে এক বছর আগে সেখান থেকে তার বিবাহবিচ্ছেদ ঘটায়। এরপর লালচাঁদ তাকে নিয়ে বেড়ায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর মতো থাকতে শুরু করে। বাসা ভাড়া নিয়ে থাকা অবস্থায় লালচাঁদ মাঝে মধ্যে দুই-এক দিনের জন্য ঢাকায় ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে যাওয়া আসা করত। তার বাড়ির লোকেরা জানত সে ঢাকাতেই পড়াশুনা করছে।
কয়েক মাস পর মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে লালচাঁদ বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে টালবাহানা শুরু করে। তাকে বিয়ে করলে তার বাবা-মা তাকে ত্যাজ্যপুত্র করবে বলে লালচাঁদ সাফ জানিয়ে দেয়।
ওই তরুণী জানান, গত ২৬ আগস্ট সন্ধ্যায় লালচাঁদ গোপনে ভাড়া বাসা থেকে পালিয়ে যায়। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে মঙ্গলবার থেকে লালচাঁদের বাড়িতে অনশন করছেন তিনি। লালচাঁদ তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন মেয়েটি।
এ ব্যাপারে প্রেমিক লালচাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচী বলেন, মেয়েপক্ষের কেউ এলে গ্রাম-আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনি সহায়তা দেয়া হবে।
বাংলাদেশ সময়: ৯:১৩:৩৬ ১৩৩ বার পঠিত