
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও জীপের মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সোমবার বিকেলে মহাসড়কের জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি জীপের মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়ে আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে আরও ২ জনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সফিকুল ইসলাম সফিক ঘটনার সত্যতা স্বীকার করে করেছেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৫:২৭ ১২২ বার পঠিত