
বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় সরঞ্জামাদিসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, নন্দীগ্রাম পৌর এলাকার কচুগাড়ির জবান আলীর ছেলে শাহিনুর রহমান, দক্ষিণপাড়ার ইদ্রিস আলীর ছেলে লিটন মিয়া, পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে রইছ উদ্দিন, গুন্দইলের শাহ আলমের ছেলে নবাব আলী, নন্দীগ্রাম সদর ইউনিয়নের বিজয়ঘট গ্রামের আবুল হোসেনের ছেলে ইউনুস আলী, ময়েজ উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া ও ইউসুবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ইদ্রিস আলী।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার ইউসুবপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:১৮:১৬ ১০১ বার পঠিত