
রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার এক চাপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কাদিকলা গ্রামের মৃত লোকমানুল হক বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৪০)।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি নিশ্চিত করেছে। তরিকুলের কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলাও করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৬:২০ ৯১ বার পঠিত