
হেফাজতে ইসলাম-এর আমীর ও উপমহাদেশের প্রখ্যাত আলেম, দারুলউলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সন্মানিত চেয়ারম্যান আল্লামা শাহ আহমেদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি আজ এক শোক বার্তায় প্রয়াত আল্লামা শফীর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি।
সমবেদনা জানান জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ।
শোক বার্তায় লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, আল্লামা আহমেদ শফীর মৃত্যুতে উপমহাদেশের এক প্রখ্যাত আলেমের জীবনাবসান হলো। তাঁর মৃত্যুতে দেশের ইসলাম প্রসারের ধারায় অপূরণীয় ক্ষতি হয়েছে। ইসলামের সেবায় আহমেদ শফীর অবদান অক্ষয় হয়ে থাকবে। ইসলামী শিক্ষা বিস্তারে আহমদ শফি হুজুরের অবদান জাতি আজীবন স্নরন করবে ।
মহান আল্লাহর দরবারে মরহুম শফি হুজুরের আত্মার মাগফিরাত কামনা করছি ।
বাংলাদেশ সময়: ২২:২৩:২৩ ২৬০ বার পঠিত