বাড়িতে ঢুকে পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাড়িতে ঢুকে পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০



---নরসিংদী শহরে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনেই পাটকলের এক সাবেক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়।

গতকাল রোববার রাতে নরসিংদী পৌর এলাকার কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রবিউল্লাহ(৪৪)। তিনি ওই এলাকার আবদুল জব্বারের ছেলে এবং ইউএমসি জুটমিলের একজন স্থায়ী শ্রমিক ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মো. রবিউল্লাহ ছোট ছেলে টেক্সটাইল মিলের শ্রমিক সজীব গতকাল রোববার বিকেলে স্থানীয় একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলার সময় বিকেল পাঁচটার দিকে রোহান (২০) নামের এক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় উপস্থিত লোকজন বিষয়টি মিমাংসা করে দেয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সজীব বাড়িতে এসে কাজে চলে যায়। এরপর রাতে রোহান একটি চাপাতি নিয়ে উত্তেজিত অবস্থায় সজীবের বাড়িতে ঢুকে।

এ সময় সজীবকে না পেয়ে তার বাবা রবিউল্লাহ ঘাড়ে ও কপালে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী আরটিভি নিউজকে জানান, প্রাথমিক তদন্তে জানা যায় ফুটবল খেলায় কথা কাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। যার বিরুদ্ধে অভিযোগ ওই যুবককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১:৩৪:০৪   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ