কমিশন পক্ষপাতিত্ব করে না, ভোটের দিন সকালে যাবে ব‌্যালট - সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কমিশন পক্ষপাতিত্ব করে না, ভোটের দিন সকালে যাবে ব‌্যালট - সিইসি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০



---

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, পাবনা-৪ আসনের উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সকল ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে যাবে ব্যালট পেপার। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেনা, নির্বাচন ব্যবস্থাপনা করে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকল ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন, ‘গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপ-নির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।’

প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণেরও আহবান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এখন অবধি কোন প্রার্থী প্রশাসন বা কারো বিরুদ্ধে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের কোন অভিযোগ করেনি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোনো সংসদ সদস্য বা সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেউ কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে সভা সমাবেশ করেছেন, তারও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন কমিশন জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।’

সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:০১   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ