
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২০ নিউজটুনারায়ণগঞ্জ: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে আজ বৃক্ষের চারা রোপণ করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, মোঃ আব্দুল মজিদ খান এমপি, শওকত হাচানুর রহমান (রিমন) এমপি, মোঃ ছলিম উদ্দীন তরফদার এমপি এবং জিন্নাতুল বাকিয়া এমপি।
বৃক্ষরোপণ শেষে মোঃ শহীদুজ্জামান সরকার বলেন, জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পুরো দেশের মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রমে উৎসাহিত করবে যা বাংলাদেশকে সুজলা, সুফলা ও সোনার বাংলায় পরিণত করবে। তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচী দেশব্যাপী চালিয়ে যাওয়ার আহবান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচী একটি আনন্দদায়ক বিষয় যার ইতিবাচক প্রভাব পরিবেশের উপর পড়বে। দেশব্যাপী ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ফলে পরিবেশ বসবাস উপযোগী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও আমরা লাভবান হবো।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচীতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডবিউডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৪১:১০ ১৩৩ বার পঠিত