
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লায় গ্যাস লাইনের ত্রুটিতে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। তথ্যানুযায়ী, উক্ত ঘটনায় নিহত ও আহত ৩৫ জনের পরিবারকে সর্বমোট ১ কোটি ৭৫ লাখ টাকা অনুদান দেয়া হবে।
প্রধানমন্ত্রীর অনুদানের চেক হতাহত ৩৫ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে গনমাধ্যমকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, ‘কিছুক্ষণ পূর্বে আমরা প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশনা পেয়েছি। আগামী রোববার বা সোমবারের মধ্যে পরিবার গুলোর হাতে টাকা তুলে দেওয়া হবে। ওই দিন সকল সাংবাদিককে জানিয়ে দেওয়া হবে।
এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে প্রতিটি পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অর্থ বরাদ্দ চেয়েছিলেন জেলা প্রশাসক।
বাংলাদেশ সময়: ২০:২৪:১৮ ১৩২ বার পঠিত