টাঙ্গাইলে প্রাইভেটকারে ৩৫০ বোতল ফেনসিডিল, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে প্রাইভেটকারে ৩৫০ বোতল ফেনসিডিল, আটক ১
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০



---

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকারের ভেতর থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সিপিসি-৩।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার দড়ি চৈথট্র এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত দেলোয়ার হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি আভিযানিক দল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দড়ি চৈথট্র গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ছানোয়ার হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশ থেকে প্রাইভেটকারসহ দেলোয়ার হোসেনকে আটক করে। পরে প্রাইভেটকারের ভেতর থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রইভেটকার, দুটি মোবাইল ফোন, চারটি সীমকার্ড।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দেলোয়ার প্রাইভেটকার দিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ক্রয় করে টাঙ্গাইলের ঘাটাইলসহ আশপাশের উপজেলায় সরবরাহ করে থাকেন। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে তা মাদকসেবীদের কাছে খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে চাহিদা অনুযায়ী সরবরাহ করে আসছেন।

র‌্যাবের এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৯   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ