
চার বছরে তিনবার শিরোপা জয় এসেক্স কাউন্টি ক্লাবের। উল্লাস করাটাও স্বাভাবিক। তবে সতীর্থকে যে উল্লাস বিব্রত অবস্থায় ফেলে সেটা আবার কেমন উল্লাস। গতকাল মঙ্গলবার থেকে এনিয়ে বেশ সমালোচনা চলছে এসেক্স কাউন্টি ক্লাবের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট নিয়ে।
শিরোপা জয়ের আনন্দে একে অন্যের গায়ে বিয়ার ও শ্যাম্পেইন ঢেলে উল্লাসে মাতোয়ারা। অথচ তাদের দলে ছিলেন একজন মুসলিম খেলোয়াড়। দলের উইকেট-রক্ষক ব্যাটসম্যান উইল ব্যাটলম্যান এসব ভুলে সতীর্থ ফিরোজ খুশির গায়েও মদ ছিটিয়ে দেন। ফাইনালে সামারসেটের বিপক্ষে ম্যাচটিতে ছিলেন না ২০ বছর বয়সী ফিরোজ ও উইল ব্যাটলম্যান। কিন্তু শিরোপা জয়ের উৎসবে তো যোগ দিতে বাঁধা নেই।
এতেই বাঁধে বিপত্তি। একের পর এক সমালোচনার তীর এসে লাগে দলের উপর। মুহূর্তেই শিরোপা জয়ের উল্লাস রূপ নেয় বিষাদে। এরপর দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়।
‘এসেক্স গর্ববোধ করে এই অঞ্চলের ধর্ম, বর্ণ ও বিভিন্ন গোত্রের মানুষদের একসঙ্গে নিয়ে কাজ করায়। আমাদের দলে সব বর্ণের, ধর্মের সবাই দীর্ঘ দিন ধরেই খেলছেন। কেন না, আমাদের আসল উদ্দেশ্যটাই হলো ক্রিকেট। আমরা চাই, ক্রিকেটটা সবার মাঝে ছড়িয়ে দিতে। আমাদের কোনও উদ্দেশ্য ছিল না কোনও ধর্ম, বর্ণ বা গোত্রকে হেয় করা। সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা সমান ও এনিয়ে আরও কাজ করতে হবে আমাদের।’
অথচ বিয়ার বা শ্যাম্পেইন ছিটানো স্বাভাবিক ঘটনা। এতেও থামেনি তাদের উদ্দেশে কটাক্ষ করে মন্তব্য। কেন না, শ্যাম্পেইন ছিটানোর সময় ফিরোজ খুশি এক কোনায় গিয়ে দাঁড়ান।
তবে এমন ঘটনা অবাক করেছে এসেক্স ও ইস্ট লন্ডনের জাতীয় ক্রিকেট লিগের কো-ফাউন্ডার সাজিদ প্যাটেলকে। তিনি মনে করছেন এটা আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
‘আমি মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত ও খুবই নারকীয়। ওই দৃশ্যে দেখা গেছে, ফিরোজকে বাঁচতে হলে বারান্দা থেকে লাফ দেয়া ছাড়া উপায় ছিল না।’
এমন ঘটনায় অনুতপ্ত ও দুঃখপ্রকাশ করেছেন দলের অধিনায়ক টম ওয়েস্টলি। তিনি মনে করছেন, এটা অনিচ্ছাকৃত ভূল।
‘শিরোপা উদযাপনের সময় যে ঘটনাটি ঘটেছে সেসবের জন্য আমি অনুতপ্ত ও দুঃখপ্রকাশ করছি। এর জন্য আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। এসেক্সের ড্রেসিংরুম সবার জন্য সমান সুবিধা দেয়। আমরা শুধু দলই না, একটা পরিবারও। এখনও আমরা এ বিষয় নিয়ে সবাই আলোচনা করছি। আমরা সবাই হতাশ, কীভাবে এটি ঘটল। আমি মনে করি এটি অনিচ্ছাকৃত ভুল। ভবিষ্যতে এসব ব্যপারগুলো নিয়ে সবাই সতর্ক থাকব।’
বাংলাদেশ সময়: ১৬:২১:৪৭ ৭৫ বার পঠিত