নির্মাণ ব্যবসার আড়ালে ভূমি দখল, গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্মাণ ব্যবসার আড়ালে ভূমি দখল, গ্রেপ্তার ৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২০



---

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকার ৪ নম্বর রোডের ১০৯ নম্বর বাড়ি থেকে অস্ত্রসহ শীর্ষ ‘সন্ত্রাসী’ সাইফুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা দীর্ঘদিন ধরে নির্মাণ ব্যবসার আড়ালে ভূমি দখল, চাঁদাবাজি, মাদকের ব্যবসা করে আসছিল।

গ্রেপ্তার সাইফুলের অন্য দুই সহযোগী হলেন- হানিফ, মনির হোসেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার ৪ নম্বর রোডের ১০৯ নম্বর বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক চোরাকারবারি। ‘এসআই এন্টারপ্রাইজ’ নামে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠান খুলে সেই প্রতিষ্ঠানের আড়ালে সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলেন তিনি। অভিযানের সময় সাইফুল ইসলামের শরীরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন ধরে ঢাকা শহর ও আশপাশের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখল করে আসছিল। তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ আরও তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ৬৪ পিস ইয়াবা, মোবাইল ফোন ৯টি, এবং নগদ টাকা এক লাখ আট হাজার টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২২:০২:১৫   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ