জীবিতকে মৃত দেখানোয় ৮ পুলিশ কর্মকর্তাকে তলব

প্রথম পাতা » ছবি গ্যালারী » জীবিতকে মৃত দেখানোয় ৮ পুলিশ কর্মকর্তাকে তলব
শুক্রবার, ২ অক্টোবর ২০২০



---

নারায়ণগঞ্জে অপহরণ ও খুন হওয়ার ৬ বছর পর মামুনের জীবিত ফেরত আসার ঘটনায় পুলিশ, ডিবি ও সিআইডির ৮ কর্মকর্তাকে ৭ কার্য দিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদনসহ আদালতে হাজিরা হতে বলা হয়েছে। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই আদেশ দেন।

নারায়ণগঞ্জ সিআইডি’র বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ, ডিবি ও সিআইডির আট কর্মকর্তা তদন্ত করেছেন। তারা হলেন ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, গোয়েন্দা পুলিশ (ডিবি) এস আই মিজানুর রহমান, এস আই সফিকুর রহমান, এস আই আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসেন তালুকদার, নারায়ণগঞ্জ সিআইডির এস আই জিয়াউদ্দিন উজ্জলসহ দুই ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদেরকে আদালত তলব করেছে বলে নিশ্চিত করেন সিআইডির এ কর্মকর্তা।

২০১৪ সালের ১০ মে একটি নাম্বার থেকে ফোন পেয়ে চাঁদপুরের মতলব থেকে নারায়ণগঞ্জ চলে আসে মামুন। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনায় ২ বছর পর ২০১৬ সালের ৯ মে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে মামুনের পিতা আবুল কালাম। মামলায় আসামী করা হয় গার্মেন্টসকর্মী তাসলিমা, তার বাবা রহমত উল্লাহ, ভাই রফিক, খালাতো ভাই সোহেল, সাগর ও তার মামা সাত্তার মোল্লাকে। এর মধ্যে তাসলিমা দেড় বছর, তার বাবা ১ বছর এবং অন্যরাও বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। গত ৩০ সেপ্টেম্বর বুধবার সেই মামুন জীবিত হাজির হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২৩:০২:৫৭   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ