১৬৪ ধারার আসামীরা নারায়ণগঞ্জ দাপিয়ে বেড়াবে আর আমরা চুপ থাকবো, তা হয় না। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সকল অপশক্তির বিরুদ্ধে দৃঢ় কন্ঠস্বর হিসেবে এখনো দাঁড়িয়ে আছে। অতিতেও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আগামীতেও প্রতিবাদ করবে।
মঙ্গলবার ১০ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত অনুসন্ধান মূলক রিপোর্টিং কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম।
তিনি আরো বলেন, আমরা নারায়ণগঞ্জকে পজেটিভ হিসেবে তুলে ধরতে চাই। নারয়ণগঞ্জ সাহসীকতার প্রতিক হিসেবে প্রতিষ্ঠিত। গতকাল অতর্কিত এক মশাল মিছিল হলো। যার ফলে রাস্তায় দীর্ঘ যানজটে আটকে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে। এই আসামীরা নারায়ণগঞ্জ দাপিয়ে বেড়াবে আর আমরা চুপ করে বসে থাকবো তা কখনই হয় না।
এসময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা, একুশে টিভির প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:০১:৩৬ ৩৪২ বার পঠিত