ময়মনসিংহে বাস ও ট্রলির সংঘর্ষে মা ও মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে জেলার তারাকান্দা উপজেলায় ময়মনসিংহ শেরপুর সড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি যাত্রাবাহী বাস ও ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২:৩১:০৫ ৪০৩ বার পঠিত