গাজীপুর থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চাল ফতুল্লার হাজীগঞ্জ মুলিবাঁশের মোড় এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দু’জনকে আটক করা হয়েছে।
এর আগে সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সাইনবোর্ড এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধার করা হয়। গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের মেসার্স সাগর অটোরাইস মিল থেকে ট্রাকভর্তি করে এ চাল নিয়ে নরসিংদীর মাধবদী রওনা হয়। গভীর রাতে গাজীপুরের একটি এলাকায় চালভর্তি এ ট্রাক ছিনতাই হয়।
মেসার্স সাগর অটোরাইস মিলের ম্যানেজার মারুফ হোসেন জানান, সোমবার দুপুরে তাদের রাইস মিল থেকে ৩০০ বস্তা মিনিকেট চাল নিয়ে একটি ট্রাকে চালক ও হেলপার নরসিংদীর মাধবদীর উদ্দেশে রওনা হয়। পথে গাজীপুরে গভীর রাতে ট্রাকটি ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা মারধর করে ট্রাক ও হেলপারের হাত-মুখ বেঁধে মোহাম্মদপুর বেড়িবাঁধে ফেলে চালভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। চালক ও হেলপার স্থানীয় কৃষি মার্কেটে গিয়ে ট্রাক ছিনতাই হওয়ার খবরটি জানান। গতকাল মঙ্গলবার সকালে মোহাম্মদপুর থানা পুলিশ ও ঢাকা মেট্রো পলিটন পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ দ্রুত এর অনুসন্ধানে নেমে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধার করে। এর সূত্র ধরে ফতুল্লা থানা পুলিশ দুপুরে হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই করা চালের সন্ধান পায়। পরে পুলিশ বিকেলে হাজীগঞ্জ এলাকার জাকির মিয়ার মালিকানাধীন হোসেন মার্কেটের একটি গোডাউন থেকে ৩০০ বস্তা চাল উদ্ধারসহ দু’জনকে আটক করে।
ঘটনাস্থলে যাওয়া এসআই এনামুল চাল উদ্ধারের ঘটনা স্বীকার করলেও তদন্তের স্বার্থে আটক দু’জনের নাম জানাননি।
বাংলাদেশ সময়: ২০:৩৫:২০ ৪২৬ বার পঠিত