
ঝালকাঠির রাজাপুরে ২১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর একটি বিশেষ টিম। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে র্যাব বাদী হয়ে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে। রাতেই আসামিদের থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তাররা হলো উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকার মৃত হানিফ হাওলাদার এর পুত্র মোঃ আবু সাঈদ গালিব (২৫), বরিশাল কোতয়ালী থানার রুপাতলী আদর্শ সড়কের আব্দুল জব্বার শেখ এর পুত্র মোঃ শিপন শেখ (৩৬), পলাতক আসামী দ:মনোহরপুর এলাকার আব্দুর রহিম হাওলাদার এর পুত্র মোঃ ইমরান হোসেন বাবু হাওলাদার (৩০)।
মামলা সূত্রে জানাগেছে, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাগড়ি মেসার্স ইউশা ফিলিং ষ্টেশনের সামনে রাস্তার ওপর দাড়িয়ে মাদকদ্রব্য বিক্রয়ের সময় গালিব ও শিপন কে র্যাব হাতে-নাতে গ্রেফতার করলেও ইমরান হোসেন বাবু পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তল্লাশি করে গালিবের কাছ থেকে ২০০ পিস ও শিপনের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করে র্যাব। এছাড়াও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রাজাপুর থানা ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের মঙ্গলবার সকালে ঝালকাঠি
বাংলাদেশ সময়: ২৩:২৮:৫৫ ১০৪ বার পঠিত