
গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব ঝিনিয়া গ্রামে ২০১৬ সালে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাতো ভাইবোনকে হত্যার ঘটনায় তিন সহোদরের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া আসামিরা উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে হাফিজার রহমান পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে দুজন উপস্থিত ছিলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলী (৩৯), হাফিজার রহমান (৩৬) ও আজিজল হোসেন (৩১)। তারা সকলেই মামলার প্রধান আসামি মৃত আবুল হোসেনের ছেলে। খালাস পাওয়া আসামিরা হলেন মৃত আবুল হোসেনের স্ত্রী জরিনা বেগম (৫৫), হযরত আলীর স্ত্রী গোলেনূর বেগম (৩০) ও হাফিজারের স্ত্রী মোর্শেদা আকতার (২৩)। মামলা চলাকালে প্রধান আসামি আবুল হোসেনের মৃত্যু হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। বিষয়টি নিশ্চিত করেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।
বাংলাদেশ সময়: ২০:৫৩:২৬ ১০৬ বার পঠিত