এক দো তিনের রিমেকে দর্শকের মন ভোলাতে পারেননি জ্যাকলিন ফার্নান্দেজ। পেয়েছেন শুধু সমালোচনা। তার মাঝেই ফের একবার লাইমলাইটে জ্যাকলিন। তাও আবার ছবি থেকে বাদ পড়ার খবরের জেরে। শোনা যাচ্ছে, রেস থ্রি-র এই অভিনেত্রী নাকি হাউজফুল ফোর থেকে বাদ পড়েছিলেন। কারণ, পরিচালক সাজিদ খান জ্যাকলিনের সঙ্গে কাজ করতে নারাজ ছিলেন।
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে ব্যাক টু ব্যাক কাজ করার পর কেন জ্যাকলিনকে এই ফ্র্যাঞ্চাইজির চার নম্বর ছবিতে দেখা যাবে যাচ্ছে না। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হাউসফুল ফোরের পরিচালনা করছেন সাজিদ খান। কয়েকবছর আগে সাজিদ খানের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক খবরে এসেছিল। শোনা গেছিল, দু’জনে নাকি একে অপরকে ডেট করছেন। পরে খবর আসে যে দু’জনই সম্পর্কে ইতি টেনেছিলেন।
ব্যস, তারপর থেকে আর দু’জনে একসঙ্গে কাজ করেননি। হাউসফুল ফোরের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। পরিচালক সাজ়িদ খান জ্যাকলিনের সঙ্গে কাজ করতে চাননি। তাই ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে জ্যাকলিনকে।
ছবিতে মুখ্য চরিত্রে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া। এছাড়াও দেখা যাবে কায়রা সানান ও পূজা হেগড়েকে, ববি দেওল, রিতেশ দেশমুখ ও অভিষেক বচ্চনকে। ছবির গল্প পুনর্জন্ম নিয়ে। এ প্রসঙ্গে পরিচালক সাজ়িদ খান জানিয়েছিলেন, রোম্যান্টিক গল্পের পাশাপাশি ছবির মূলে আছে পুনর্জন্মের গল্প।
বাংলাদেশ সময়: ১৩:১১:০৬ ৫৫৯ বার পঠিত