২৬ নির্দেশনায় এসপি জায়েদুল ও পূজা উদযাপন কমিটির মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৬ নির্দেশনায় এসপি জায়েদুল ও পূজা উদযাপন কমিটির মতবিনিময়
সোমবার, ১২ অক্টোবর ২০২০



---

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটরের ব্যবস্থা রাখা ও ডিজে না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যে কোন ধরণের গুজবের বিষয়ে তাৎক্ষণিক জেলা পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার (০১৩২০-০৯১২৯৮) বা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার জন্য সকলকে অবহিত করা হয়েছে।

নারায়নগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে এ সকল নির্দেশনা বাস্তবায়নে আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পূজা কার্যক্রম চলাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।

মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম সাহা বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমাদের ২৬টি নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা জেলা প্রশাসন ও জেলা পুলিশের কাছে গৃহীত হয়েছে। সবধরণের আয়োজনই থাকবে তবে স্বাস্থ্যবিধির বিষয়টা মাথায় রাখতে হবে সকলের। অঞ্জলি ও পূজা দেওয়ার ক্ষেত্রে এইসব নির্দেশনা মানতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাষ চন্দ্র সাহা, সহকারি পুলিশ সুপার(ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভুঁইয়া, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৫:২৯   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ