দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি-এর সভাপতিত্বে কমিটির সদস্য জাতীয় সংসদের হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, আ.ফ.ম. বাহাউদ্দিন (নাছিম) এমপি এবং নাসিমা ফেরদৌসী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে রূপকল্পের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিঃ (বাপেক্স) কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ এবং মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল চালুকরণ, এলএনজি আমাদানি ও অর্থ সংস্থান এবং পাইপলাইনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ ও তার মূল্য নির্ধারণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কমিটি জ্বালানি খাতের ওপর মাস্টার প্ল্যান করার এবং দক্ষ লোকবল নিয়োগের সুপারিশ করে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:২৩:৩৭ ৩৩৬ বার পঠিত