
জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানী মাদরাসার আব্দুর রশিদ (৪৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর রশীদ একই উপজেলার মুজাহিদপুর নুরানী মাদরাসার শিক্ষক এবং একই গ্রামের নয়ামুদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান আরটিভি নিউজকে জানান, প্রতিদিনের মতো গতকাল রোববার ওই চার শিশু কন্যা শিক্ষার্থী কুরাআন শিক্ষার জন্য নুরানী মাদরাসায় যায়।
মাদরাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ।
এ সময় চার শিশু কন্যা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় রশিদ। পরে চার শিশুর অভিভাবকদের পক্ষে একজন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ সময়: ১০:০৭:১৮ ১৩১ বার পঠিত