নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে এক নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি জসিমউদ্দীন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার র্যাব-১১ এর একটি টিম গোপন সংবাদে জেলার সোনারগাঁও থানার কাঁচপুর দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে ৮৭৪ বোতল ফেনসিডিল ও ৬৬ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করে।
এ সময় মাদক বিক্রির সাথে জড়িত মাদক বিক্রেতা মো. আলামিন ও মোসা. পপি আক্তারকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মো. আলামিন তার বাড়ি সংলগ্ন জলাশয়ে ঝাঁপিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দলের সদস্যরা নৌকার সাহায্যে জলাশয়ের মাঝখান হতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাদক বিক্রেতা আলামিন ও পপির স্বীকারোক্তি মোতাবেক তাদের বসতঘর ও বাড়ি সংলগ্ন জলাশয় এবং সহযোগী মাদক বিক্রেতার বাসা তল্লাশি করে ফেনসিডিল ও বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৫৯:১৮ ৪০৩ বার পঠিত