
সিদ্ধিরগঞ্জে বার্মাস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তেল চোর চক্রের সক্রিয় সদস্য শাহাজাহানকে (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব ১১’র একটি আভিযানিক দল। এ সময় ৩৭টি ড্রাম ভর্তি ৭ হাজার ৬৬০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করে র্যাব।
এ ছাড়াও চোরাই কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান, ৩টি ভ্যানগাড় ও চোরাই ডিজেল ক্রয়-বিক্রয়ের নগদ ৫০ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল পদ্মা রোড বারমা স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তেল চোর চক্রের সক্রিয় সদস্য শাহাজাহানকে আটক করাসহ ওই চোরাই তেল উদ্ধার, পিকআপ ও টাকা জব্দ হয়েছে। আটক শাহজাহানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৭:২৮ ১৩৩ বার পঠিত