
ঢাকা-আরিচা মহাসড়কসহ আন্তঃজেলা রুটে পরিবহন যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া ‘অজ্ঞান পার্টির’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ।
শনিবার ভোরে তাদের শিবালয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- শিবালয় উপজেলার উথলীর রহিম মোল্লা, দক্ষিণ শিবালয়ের সুমন, অন্বয়পুরের জাকির হোসেন, হাজির বাঁধার নবীণ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, মলম বা অজ্ঞান পার্টির এই চক্র দীর্ঘ দিন যাবত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রীদের সর্বস্ব লুটেছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তাদের নির্মূল করতে এসআই রুবেল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। এবং অজ্ঞান/মলম পার্টি চক্রের এ সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহে এ চক্রের আরো পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯:৫৬:৪১ ১১৬ বার পঠিত